শহীদ জিয়ার জন্ম চট্টগ্রামে না হলেও সর্বক্ষেত্রে চট্টগ্রামের সাথে মিশে আছেন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়ার প্রথম চট্টগ্রাম শেষ চট্টগ্রাম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন।

চট্টগ্রামের কৃতি সন্তান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার এর সুযোগ্য নেতা এবং ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু'র সঞ্চালনায় এবং মীর দোস্ত মোহাম্মদ খানের সভাপতিত্বে গতকাল ১লা জুন ২০২৫ ইং বিকাল চারটায় চট্টগ্রাম সমিতি ঢাকা'র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপথের লড়াকু সৈনিক এবং ত্যাগী জননেতা মোহাম্মাদ আসলাম চৌধুরী এফসিএ (জীবন সদস্য, চট্টগ্রাম সমিতি, ঢাকা)। প্রধান বক্তা এবং মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান (এম্বাসেডর আই, এইচ, আরসি বাংলাদেশ ও সাবেক চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন কাহিনী এবং চট্টগ্রামে তার অবদানের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. আইনজ্ঞ আব্দুল মোমিন চৌধুরী (জীবন সদস্য, চট্টগ্রাম সমিতি, ঢাকা), মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ (সাবেক চেয়ারম্যান, চন্দনাইশ উপজেলা), সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায, সমন্বয়ক মো: সাইফুল আলম সরকার, গুলতাজ বেগম, বিশিষ্ট ব্যবসায়ী এবং নারী নেত্রী, (আজীবন সদস্য চট্টগ্রাম সমিতি ঢাকা) সহ চট্টগ্রাম সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা।

এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে মোঃ হাবিবুর রহমান হাবিব (সাবেক ছাত্রনেতা, উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিশেষ অতিথি মোহাম্মাদ আব্দুস সালাম মামুন (সাবেক বিচারপতি আইনজ্ঞ ও জীবন সদস্য, চট্টগ্রাম সমিতি, ঢাকা) উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেননি।

এসময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মহান আল্লাহ্ তায়ালা প্রতি  জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করা এবং ওনার পরিবারের সহায় হওয়ার জন্য দোয়া করেন।

ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু বলেন, আওয়ামী খুনী ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত পুনর্বাসনের আওয়াজ গণতন্ত্রকামী ছাত্রজনতা গ্রহণ করবে না। বাংলাদেশের মানচিত্রে হাজার হাজার মায়ের সন্তানের রক্তের দাগ এখনো শুকায়নি, চট্টগ্রামবাসী শহীদ জিয়ার আদর্শ অনুসরণ ও অনুকরণ করবে এবং করছে। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অবদান চট্টগ্রামবাসী মনে ধারন এবং লালন করবে। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *