অপরাজনীতি মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত অনুষ্ঠিত

জিএনএ ডেস্ক, ঢাকা:  অপরাজনীতি মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত অনুষ্ঠিত হয়। আজ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে হযরত বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুফি নুর আলম সাঈদ। তিনি বলেন, সুন্নিরা তরিকত পন্থীরা সুফিরা বর্তমানে আছে। তাই সমস্ত সুন্নি সুফি ভাইদেরকে একাধিক সংগঠন না করে অপরাজনীতি ছেড়ে দিয়ে জাতীয় সংগঠন তৈরি করার তাগিদ দেন।

তিনি আরও বলেন সব ধরনের কলেমা বিরোধী এবং কারবালা বিরোধী অপরাজনীতি ছেড়ে দিয়ে তাওহীদ রেসালত ভিত্তিক খোলাফায়ে রাসেদিন আহলে বায়া কেন্দ্রিক কারবালার শিক্ষা চেতনায় অপরাজনীতি মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত গঠন করতে হবে। সকল প্রকার এজিদি সংগঠন ছেড়ে দিন। বর্তমান সরকার সুন্নি বিরোধী এবং বিবাদ বিরোধী। এটা প্রমাণিত কারণ ১৭০ টা মাজার ভাঙ্গার পরে প্রতিবাদ জানানো হয়েছিল। সরকার শুনবে তো দূরের কথা, আইনের আওতায় আনবে তো দূরের কথা, মাজার ভাঙার গুলো পর্যন্ত মিডিয়াকে প্রচার করা হয়নি। রোহি সত্তার বিচার যাওয়াতে ২১ জনকে জেলে পাঠিয়েছে। একই স্থানে গাজীপুরে এনসিপির প্রোগ্রামে বাধা দেওয়া শতশত মানুষকে গ্রেফতার করেছে।

সেনাবাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না অথচ রইস উদ্দিন হত্যার মামলাটুকু পর্যন্ত করা যায়নি। হত্যাকারীদের কাউকে এরেস্ট করা হয়নি। তাই বলা যায় সরকার ও সেনাবাহিনী পদক্ষেপ নেয়নি। সুতরাং সুন্নি ও সুফিদেরকে নিরাপদ থাকতে হলে এক প্লাটফর্মে চলে আসতে হবে। মোমবাতি চিয়ার এগুলো ছেড়ে দিতে হবে। সুন্নিয়তের নামে ইসলামের নামে বর্তমানে যতগুলো সংগঠন আছে সবগুলোই তা যদি অপশক্তির দালাল, সরকারের দালাল, নির্বাচন করার জন্য এবং এমপি হওয়ার জন্য। এরা কলেমা আহলে বায়াত ও কারবালা কেও পিছ দিতে পারে বা ছেড়ে দিতে পারে।

বর্তমানে সুন্নীদের এই দুরবস্থার জন্য সুন্নি নামের এই ঈদী সংগঠনগুলোই দায়ী। বিগত দিনে বিগত সরকারের দালাল ছিল তাই সুন্নীদেরকে এখন কোথাও প্রোগ্রাম করতে দেওয়া হয় না। সোহরাওয়ার্দী প্রোগ্রাম করতে দেওয়া হয় না আবার গোলাপবাগেও না। প্রেসক্লাবের সামনেও নয় সুতরাং এখনো সময় আছে ঘুরে দাঁড়ানো। প্রানপ্রিয় ভাই এবং বন্ধুরা, অপরাজনীতি ছেড়ে দিন। নিজস্ব রাজনীতি৷ এবং কারবালার রাজনীতিতে চলে আসুন। আসুন তুন্নি সুফি সবাই মিলে অপরাজনীতি মুক্ত স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত গঠন করি এবং সমাজ ও নতুন রাষ্ট্র বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *