১১০ তম প্রদর্শনী মঞ্চস্থ হলবহুল সমাদৃত ও দর্শক প্রিয় নাটক “এবং অবশেষে”১১০ তম প্রদর্শনী মঞ্চস্থ হল

মোঃ নুরুউল্লাহ হাওলাদার সবুজ, ঢাকা:  দেশ নাট্যদলের আয়োজনে আজ রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চস্থ হলো বহুল সমাদৃত ও দর্শক প্রিয় নাটক "এবং অবশেষে"। কথাসাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাট্যজন মোঃ নাজমুল হক বাদল কর্তৃক নাট্যরূপ ও নির্দেশিত এই নাটকটি।

দেশ নাট্যদলের পঞ্চম প্রযোজনা আজকের নাটক "এবং অবশেষে" আজ নাটকটির ১১০ তম প্রদর্শনী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-

পরশ : মোঃ নাজমুল হক বাদল (এন এইচ বাদল)

নন্দিনী: রাস্না হিমেল

গীতালি : জাইমা ইসলাম পরী

নিতাই বাবু: নজরুল ইসলাম কাজল

আশোক বাবু: বিপ্লব

দিগন্ত : নাহিদ ইসলাম।

১১০ তম প্রদর্শনীতে সদয় উপস্থিতি ছিল দেশ নাট্যদলের সম্মানিত  উপদেষ্টা জনাব সামছুল আমল চৌধুরী,  জনাব এটিএম ফারুক আহমেদ, জবাব মুহাম্মদ আতা উল্লাহ খান, জনাব বিশ্বম্বর কুমার নাথ, জনাবা নাসরিন ইসলাম (শেলী), এই সময় সংগঠনের পক্ষে বিশেষ অভিভাধন গ্রহণ করেন মানবধিকার সংগঠক- জনাব মো: গোলাম কিবরিয়া।

মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সত্য সামনে মঞ্চস্থ হয় "এবং অবশেষে" আজ নাটকটির ১১০ তম প্রদর্শনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *