কাতার প্রবাসীর বাড়ি ভূমি দস্যুদের কবলে

নুরুউল্লাহ হাওলাদার সবুজ, ঢাকা:  প্রবাসীর কেয়ার টেকার মো: রেজাউল করিম সুজন ও রাশেদা বেগম এর উপর বাড়ির দেখাশোনার দায়িত্ব দেওয়াই যেন কাল হয়েছে। দলিল ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে থাকায় জাল দলিল করে নিজের নামে করে নিয়ে দখল বাণিজ্য করছে প্রবাসির কেয়ারটেকার। উল্টো প্রবাসীর কাছেই চাঁদা দাবি করে এবং তাদের হুমকি দেয়।

এরই প্রেক্ষিতে আজ ২৯/০৯/২০২৫ইং সকালে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর রনি হলে প্রবাসী আব্দুল আলীর পক্ষে সংবাদ সম্মেলন করে মো: কামরুল হাসান। তিনি লিখিত বক্তব্যে বলেন, আজ এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হল প্রবাসীর বাড়ি ভূমি দস্যুদের কবলে এবং তাদের থেকে ২ কোটি টাকা চাঁদা দাবী ও প্রান নাশের হুমকী।

প্রবাসী আব্দুল আলী দীর্ঘদিন যাবত কাতারে কর্মরত আছেন। তাহার নিজ নামে ঢাকা চন্দিমা মডেল টাউন, রোড নং – ০৮, বাসা নং-১,২ টাউন লিঃ ১২.১৩ জমি ক্রয় করিয়া অত্র সমিতির সদস্য হইয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছি। তাহার কেয়ার টেকার মো: রেজাউল করিম সুজন ও রাশেদা বেগম এর উপর এই বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন। উক্ত বাড়ির মূল দলিল, মূল পর্চা ও খাজনার রশিদ দাপ্তরিক সমস্ত কাগজপত্র কেয়ার টেকারের কাছে থাকায়। জাল জালিয়াতির মাধ্যমে কেয়ার টেকার রেজাউল করিম সুজনের নামে তৌরকৃত দলিল সৃষ্টি করিয়া তিনি ১১/১২/২০১৩ তারিখে ৭৪১০নং দলিল দেখায় খারিজ করে। আর তার বোনকে হেবে করে আব্দুল আলী মূল দলিল ৬৪৭৬, ৬৪৭৮ তাং- ১০/১০/২০১৩ইং দলিল নাম্বার ব্যবহার করে আরো তৈরিকৃত দলিল তৈরী করে ।

তাহার বড়বোন বিলকিঝ বেগমের নামে হেবা দলিল করিয়া দেয় এবং বাড়ির মালিক আব্দুল আলি গং নামে উচ্ছেদ মামলা করিয়া দেয়। নিজের জমি বলিয়া দ্বাবী করিয়া জমি দখল করার বিভিন্ন অপকৌশল চালায় যাইতেছে। উক্ত জমির মালিকের কাছে ২ কোটি টাকা চাঁদা দ্বাবী করে, চাঁদা না পাইলে আব্দুল আলীর গংদের জানে মেরে ফেলবে বলে রাশেদা বেগম- কে ফোনে হুমকি প্রদান করে, বিভিন্ন সময় তাহার কাছে কাজগপত্র মূল দলিল পর্চা চাইলে বিভিন্ন সময় নেয়। তাল বাহানা করে উক্ত জমির বিষয় নিয়ে কোন মামলা করলে প্রান নাশের হুকমী দেয় ।

উল্লেখ্য,

আব্দুল আলী, জন্ম তারিখ : ০৩/১০/১৯৫৬ পিতা: আব্দুল হাসিম, মাতা: রাহিমা বেগম, সাং মালিকান্দা, পো: মেঘুলা, থানা: দোহার, জেলা: ঢাকা । বর্তমান ঠিকানা: ABDUL ALI, P.O, BOX NO 10303 DOHA QATAR THUMAMA, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম ইসলাম, পেশা: চাকুরী, পাসপোর্ট নং- A15857549।

সর্বশেষে আব্দুল আলীর পক্ষে মো: কামরুল হাসান বলেন, জমির প্রকৃত মালিক প্রবাসী এখন দিশেহারা হয়ে গেছে। যে কেয়ারটেকার কে বাড়ির দেখাশোনা পড়ার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই এখন ভূমিদস্যু হয়ে প্রতারণা করছে। মালিক সেজে জায়গা দখল করছে ও প্রকৃত মালিকের কাছ থেকে বড় অংকের টাকা চাঁদা দাবি করছে এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসন এবং মিডিয়ার সুদৃষ্টি কামনা করছি যেন ঘটনাটির প্রকৃত সত্য বের করে প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *