প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন” — তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রিহাব হোসেনের অনন্য পদযাত্রা

নুরুউল্লাহ হাওলাদার সবুজ, ঢাকা:  পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে এক অনন্য ও সাহসী উদ্যোগ নিয়েছেন গ্রীন ভয়েস হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রিহাব হোসেন।

“প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন”—এই স্লোগানকে ধারণ করে তিনি দেশের এক প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে অন্য প্রান্ত কক্সবাজারের টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত দীর্ঘ পদযাত্রা সম্পন্ন করেছেন।

২০২৫ সালের ১৬ অক্টোবর যাত্রা শুরু করে ১১ নভেম্বর টেকনাফে পৌঁছান তিনি। ২৭ দিনে ১,০০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে রিহাব হোসেন পেরিয়েছেন ৩১টি জেলা। যাত্রাপথে তিনি গ্রীন ভয়েসের বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা নিয়ে মতবিনিময় করেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে সবুজ বার্তা ছড়িয়ে দেন।

রিহাব হোসেন বলেন, “আমার এই যাত্রার উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো—প্রকৃতির সঙ্গে সহাবস্থানই টেকসই জীবনের পথ। প্রকৃতিকে ভালোবাসলেই জীবন হয় সুন্দর।” গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, “তরুণ প্রজন্মের এমন উদ্দীপনামূলক উদ্যোগ আমাদের দেশের পরিবেশ আন্দোলনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। রিহাব হোসেনের এই পদযাত্রা গ্রীন ভয়েসের মূল আদর্শ—প্রকৃতি, পরিবেশ ও জীবন—এর জীবন্ত প্রতিফলন। তার এই পদক্ষেপ প্রমাণ করেছে, সচেতন তরুণরাই পারে সবুজ বাংলাদেশ গড়তে পথ দেখাতে।”

গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক শাকিল কবির বলেন,

“রিহাবের এই পদযাত্রা শুধু একটি উদ্যোগ নয়, এটি এক ধরনের সবুজ আন্দোলন। একজন তরুণের সচেতনতা ও সাহস থেকেই পরিবর্তনের সূচনা ঘটে—রিহাব সেই বার্তাই ছড়িয়ে দিয়েছে গোটা দেশজুড়ে।” দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ পথ অতিক্রম করে টেকনাফ পৌঁছে রিহাব হোসেন বলেন, “প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *