ভাষানচর বালুমহলের উপর চাঁদপুর নৌ- প্রশাসনের হয়রানি বন্ধের আহবান

নুরুউল্লাহ হাওলাদার সবুজ, ঢাকা:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ইজারাদার মেসার্স মনির এন্টারপ্রাইজ এর মুন্সিগঞ্জ সদর ভাষানচর বালুমহল এর উপরে চাঁদপুর অঞ্চলের নৌ- প্রশাসন কর্তৃক বার বার হয়রানি এবং সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী অসৎ উদ্দেশ্যে ভাষানচর বালুমহল, সরকারী রাজস্ব বন্ধের পায়তারা, গত ১২/১১/২০২৫ ইং তারিখে মতলব উত্তর থানা, চাঁদপুরে ষড়যন্ত্র ও হয়রানী মূলক মিথ্যা মামলায় ভাষানচর বালুমহল পরিচালনাকারী মেসার্স সূচনা এন্টারপ্রাইজ এর মালিক মোঃ গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ১৪/১১/২০২৫ইং সকাল ১০:৩০ ঘাটিকায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যবসায়ী সমাজ।

উক্ত সংবাদ সম্মেলনে মেসার্স সূচনা এন্টারপ্রাইজ এর সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুল করিম মজুমদার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজর আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা জানাচ্ছি যে গত ১৮ই মে ২০২৫ ইং তারিখে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ৬ কোটি পঞ্চাশ লক্ষ টাকার মূল্যে ভাষানচর বালু মহল মনির এন্টারপ্রাইজ এর নামে ইজারা পাই। আমাদের সরকার কর্তৃক ইজারাকৃত মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভাষানচর বালু মহলটি বুঝিয়ে পাওয়ার পরে তাহা বন্ধের জন্য একটি সন্ত্রাসী গুষ্টি আমাদের ব্যাবসায়ীক প্রতিপক্ষ চাঁদপুর অঞ্চলের নৌ-প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বারবার হয়রানি ও বালু মহলটি বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা উক্ত বিষয়টি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পরেও তাদের হয়রানি বন্ধ হচ্ছে না। মহল পরিচালনাকারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজের কর্মকর্তা কর্মচারিচারীদের উপরে প্রায় সময়ে সশস্ত্র অবস্থায় হামলা চালায়। বালুরমহলে থাকা ড্রেজার ও বাল্কহেড উপর হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে । ইহাতে আমাদের কোম্পানি ও বাল্কহেড ড্রেজার ব্যবসায়ীগণ মারাত্মকভাবে যান মালের ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আমরা ইজারাকৃত সরকারি রাজস্ব সরকারের কোষাগারে জমা দানে মারাত্মকভাবে বাঁধার সম্মুখীন হচ্ছি। উল্লেখ থাকে যে গত ১২ই নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময়ে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর জোন এর একটি টহল টিম মহনপুর মতলব উত্তর লঞ্চ ঘাট সংলগ্ন হইতে একটি স্পিডবোর্ডে অবস্থান করা পাঁচ জন ব্যক্তিকে সন্দেহ মূলক ভাবে আটক করে যাহা আমাদের বালু মহলের সীমানায় কয়েক কিলোমিটার বাহিরে, আটককৃত ব্যক্তিদের নামে মতলব উত্তর থানা চাঁদপুর ১২/১১/২০২৫ ইং তারিখে কোস্ট গার্ড মোহনপুর আউট পোস্ট মোহনপুর বাংলাদেশ কোর্ড গার্ড এর সদস্য সানোয়ার হোসেন (৪৭) পিও এফসি -অন একটি মামলার রুজু করে।উক্ত মামলায় ভাষান চর বালুমহল মুন্সিগঞ্জ এর পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স সূচনা এন্টারপ্রাইজ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করা হয়। যাহাতে আমরা গভীর উদ্বেগ ও জোর পতিবাদ জানাচ্ছি।

আমরা বালুরমহল পরিচালনাকালীন সময়ে সরকারি সকল রাজস্ব পরিশোধ করে ও ইজারার সকল স্বর্থ মেনে পরিচালনা করছি। আমরা মনে করি সরকারি রাজস্ব পরিশোধের ব্যাঘাত ঘটানোর জন্য কিবরিয়া মিয়াজির ব্যাবসায়ীক প্রতিপক্ষের ষড়যন্ত্রে মিথ্যা ও বানোয়াড মামলায় জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে ফাঁসানো হচ্ছে। যাহা নিছক উনাকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হ্যায় প্রতিপূন্য করার উদ্দেশ্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দুঃখের বিষয় চাঁদপুর অঞ্চলের বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক আটক কৃত পাঁচজন ব্যক্তিকে নিয়ে সংবাদ সম্মেলনে আমরা লক্ষ্য করেছি জনাব কিবরিয়া মিয়াজীকে কুখ্যাত নৌ ডাকাত হিসাবে কয়েকবার উক্তি করেছে। যাহা একটা সুশৃংখল বাহিনী দ্বারা আমরা প্রত্যাশা করিনা। তাই আমরা দাবী জানাচ্ছি বিষয়টি সুনির্দিষ্ট ভাবে তদন্ত করে কোস্টগার্ড কতৃক বক্তব্য টি এবং মিথ্যা মামলা থেকে গোলাম কিবরিয়া মিয়াজীর নাম প্রত্যাহারের জোর দাবি জানাই ।

মোহনপুরে পাঁচজন ব্যক্তিকে আটক করার সময়ে জনাব কিবরিয়া মিয়াজী ঐ এলাকায় বা তার আশেপাশে অবস্থান ছিল না।কিন্তু তা পরেও এই নিরহ নিরপরাধ ব্যাক্তিকে জড়িয়ে মিথ্যা প্রোপা গান্ডা ছড়িয়ে তার ব্যাবসায়ীক প্রতিপক্ষরা সোসাল মিডিয়া ও এলাকায় উল্লাস করছে। তাই আমরা মনে করি এটি একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নিরহ ব্যাবসায়ী জনাব কিবরিয়া মিয়াজির উপরে জুলুম ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা অবিলম্বে আপনাদের মাধ্যমে জনাব কিবরিয়া মিয়াজি কে জড়িয়ে কোস্ট গার্ড কর্তৃক হয়রানি মূলক বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *